Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
পড়তে শেখার নির্দেশনা (মনোনীত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য)
Details

 

"পড়তে শেখার নির্দেশনা" কোর্সটি প্রণয়ন করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য যারা সরাসরি বাংলা বিষয়ের পাঠ পরিচালনার সাথে সম্পৃক্ত আছেন। এই কোর্সটি Save the Children এর READ প্রকল্প থেকে প্রস্তুত করা হয়েছে এবং এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ই-লার্নিং প্লাটফর্ম 'মুক্তপাঠ' এর মাধ্যমে Save the Children কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
বর্তমানে কোর্সটি পরীক্ষামূলক চলমান আছে। শুধুমাত্র মনোনীত প্রাথমিক শিক্ষকগণ এই কোর্সে অংশ নিতে পারবেন। অন্য কাউকে এই কোর্সে অংশগ্রহণের অনুমোদন দেয়া হবে না। তবে এই কোর্সের অনুরূপ একটি কোর্স আছে, নাম "পড়তে শেখার নির্দেশনা (সকলের জন্য উন্মুক্ত)" -- এখানে আগ্রহী সকলেই অংশগ্রহণের সুযোগ পাবেন।

 

Image
Publish Date
04/12/2017
Archieve Date
26/12/2017