বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের মাধ্যমে করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে করোনা পরিস্থিতিতে গরীব ও দুস্থ প্রতিবন্ধী ব্যক্তি ও অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের নিমিত্ত জেলা সমাজকল্যাণ কমিটির অনুকূলে দুলক্ষ টাকা ত্রাণ হিসেবে বিতরণের নিমিত্ত বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রাপ্ত বরাদ্দের মাধ্যমে ২১মে ও ২২মে ২০২০তারিখ ২দিন, বান্দরবান জেলা সদরের পরিবার প্রতি একজন হিসেবে ২৫০পরিবার এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা সমাজকল্যাণ কমিটির সভাপতি মাননীয় চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মহোদয়ের সদয় অনুমোদনক্রমে এবং জেলা প্রশাসক মহোদয়ের সদয় সম্মতিতে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রদত্ত খাদ্য সহায়তার মধ্যে ছিল প্রতিপ্যাকেটে ১০কেজি চাউল, ১কেজি মসুর ডাল, ১লিটার সয়াবিন তৈল, ২কেজি আলু, ১কেজি ছোলা, ১কেজি লবণ, আধা কেজি চিনি ও ১কেজি পেঁয়াজ।
মাননীয় চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মহোদয়ের প্রতিনিধি হিসেবে জেলা সমাজকল্যাণ পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জনাব লক্ষ্মীপদ দাস, জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শামীম হোসাইন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জাতীয় সমাজকল্যাণ পরিষদের বান্দরবান জেলার প্রতিনিধি জনাব এমেচিং। জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS