Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১৫অক্টোবর ২০১৯ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত।
Details

বান্দরবান পার্বত্য জেলায় আজ ১৫অক্টোবর ২০১৯ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে আয়োজিত র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দাউদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জনাব কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, জনাব মোঃ শামীম হোসেন (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক), উপপরিচালক জনাব মিলটন মুহুরী, সহকারি পরিচালক জনাব বিশ্বজিত চাকমা, উপজেলা সমাজসেবা অফিসারবৃন্দ, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস জনাব মোঃ মাহতাবউদ্দিন চৌধুরী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী ও প্রতিনিধিবৃন্দ, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সুয়ালক বান্দরবানের দৃষ্টি প্রতিবন্ধী নিবাসী সহ সমাজসেবা অধিদফতর হতে  বিভিন্ন সেবাগ্রহণকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আহবায়ক সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটি জনাব কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ দাউদুল ইসলাম, জেলা প্রশাসক বান্দরবান পার্বত্য জেলা। আলোচনা সভায় উপপরিচালক জনাব মিলটন মুহুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহিদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নোমান হোসেন, এমওসিএস জনাব মোঃ মাহতাবউদ্দিন চৌধুরী।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, যে দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা যথাযথ সুযোগ পেলে তাদের প্রতিভার বিকাশ ঘটতে পারে। তিনি তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহবান জানান।  তিনি বলেন যে, সরকার সব সময় তাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের সহযোগিতা সমূহ সমাজসেবা অধিদফতরের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাচ্ছে।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, যে প্রতিবন্ধীরা সমাজে আমাদের কারো না কারো আত্মীয় বা স্বজন। উন্নত বিশ্বে তাদের জন্য যেমন সুযোগ রয়েছে। বর্তমান সরকার  এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাও মাতৃমমতা নিয়ে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বান্দরবানের সকল প্রকার যানবাহনে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি বা দুটি আসন সংরক্ষণের জন্য যানবাহন মালিক সমিতিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করেন। সবশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Images
Attachments
Publish Date
15/10/2019
Archieve Date
11/12/2030