MIS Data entry চলছে। ভাতা কার্যক্রমে সুবিধাভোগীদের সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ে অথবা উপজেলা তথ্য সেবা কেন্দ্রে যোগাযোগের অনুরোধ করা হলো। ডাটা এন্ট্রির কাজে আসার সময় ভাতাভোগীর প্রকৃত এনআইডি কার্ড এর ফটোকপি, এককপি পাসপোর্ট সাইজ ছবি, নিজের/ পরিবারের/ নিকট আত্মীয়ের কোন মোবাইল নম্বর (যে নম্বরে ভাতাভোগীর সাথে যোগাযোগ করা যাবে), ভাতা ভোগীর ভাতা পরিশোধ বহি সংগে আনতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস