Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহে অনুদানের বিজ্ঞপ্তি
বিস্তারিত

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহে এককালীন অনুদান প্রদানের আবেদন এর জন্য বিজ্ঞপ্তি :

প্রকাশিত জাতীয় দৈনিক : নতুন ধারার দৈনিক “আমাদের সময়”।

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২০।      ৪ভাদ্র,  ১৪২৭ বঙ্গাব্দ।                       ২৮ জিলহজ ১৪৪১ ।

প্রতিষ্ঠানের ধরণ

আবেদন যেখানে জমা দিতে হবে

আবেদন ফি ও ফরম নং

ক) জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে স্বীকৃতিপ্রাপ্ত।

নির্বাহী সচিব, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ১৩২ নিউ ইস্কাটন, ঢাকা-১০০০।

৫০০/-(পাঁচশত) টাকা, ফরম-“ক”

খ) রোগী কল্যাণ সমিতি

সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়

১০০/-(একশত) টাকা, ফরম-“খ”

গ) শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ (ইউসিডি)

সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়

১০০/-(একশত) টাকা, ফরম-“খ”

ঘ) অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি

সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়

১০০/-(একশত) টাকা, ফরম-“খ”

ঙ) নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন

সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়/ শহর সমাজসেবা কার্যালয়

১০০/-(একশত) টাকা, ফরম-“গ”

আবেদনের শেষ তারিখ : ৩১অক্টোবর, ২০২০খ্রিঃ।

আবেদন করার যোগ্যতা : স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ  সংস্থাসমূহ (রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রণ) বিধি, ১৯৬২ অনুযায়ী নিবন্ধিত, সক্রিয় এবং সমাজকল্যাণ কাজে অবদান রাখছে এমন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান।

আবেদনের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে ;

ক) ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন;

খ) হালনাগাদ কার্যকরী কমিটির তালিকা:

গ) কার্যকরী কমিটি কর্তৃক অনুমোদিত বিগত ৩(তিন) বছরের আয়-ব্যয়ের হিসাব বিবরণী:

ঘ) নিবন্ধন সনদের কপি এবং বিগত বছরের নিরীক্ষা প্রতিবেদন।

আবেদন ফরম প্রাপ্তি : সমাজকল্যাণ পরিষদের ওয়েবসাইট www.bnswc.gov.bd  হতে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

প্রকাশের তারিখ
03/09/2020
আর্কাইভ তারিখ
03/06/2029