‘রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য- নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গঠন’ প্রতিপাদ্য নিয়ে বান্দরবান পার্বত্য জেলায় ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়। ০২ এপ্রিল জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন এর সমন্বয়ে জেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এছাড়াও সিভিল সার্জন ও পুলিশ সুপার এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জনাব তিং তিং ম্যা, সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস