‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ক্য শৈ হ্লা মাননীয় চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। সভায় বক্তারা বলেন, জেলায় প্রায় সহস্রাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের এগিয়ে নিতে কাজ করছে। তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সরকার তাদের সম্পৃক্ত রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চায় বলেই তাদের জন্য প্রতিবন্ধী সুরক্ষা আইন, প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট সৃজিত হয়েছে। সরকার প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর মাধ্যমে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করছে। প্রতিবন্ধী ব্যক্তিরা উপযুক্ত সুযোগ সুবিধা পেলে তাদের স্বপ্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম তা তারা খেলাধূলা, শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন প্রতিটি সেক্টরেই প্রমাণ রাখতে সক্ষম হয়েছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের নিয়ে সরকারের পাশাপাশি এনজিও রাও কাজ করছে। তাদের উন্নয়ন কার্যক্রমে অংশীদার হিসেবে উৎসাহিত করতে আজকের আয়োজন। তিনি বান্দরবান জেলার সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এর নিবাসীর দৃষ্টি প্রতিবন্ধীদের টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন খেলাধূলা সহ বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধীসহ জেলার সকল প্রতিভাবানদের জেলা পরিষদ হতে সম্মাননা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকালে আলোচনা সভার পূর্বে দৃষ্টি প্রতিবন্ধী সংগঠন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সরকারি বিভাগের প্রধানগণ সহ জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ মাসুম বিল্লাহ, ডেপুটি সিভিল সার্জন জনাব এম.এম. নয়ন সালাউদ্দিন, এএসপি জনাব মোঃ আমজাদ হোসেন, উপপরিচালক পরিবার পরিকল্পনা জনাব দীপক কুমার সাহা, জেলা পরিষদ সদস্য জনাব সিংইয়ং ম্রো। উপজেলা সমাজসেবা অফিসার সদর এর সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মিলটন মুহুরী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস