এতদ্বারা সকলের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, বান্দরবান জেলার সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এর আইডি ছবি ব্যবহার করে কতিপয় অজ্ঞাত প্রতারক চক্র বিভিন্ন জনকে বিভিন্ন ফোন নম্বর থেকে ফোন দিয়ে প্রতারণা করছে মর্মে অবহিত হওয়া যায়। প্রতারক চক্র খাগড়াছড়ি জেলাতেও ঐ জেলার উপপরিচালক এর আইডি এর ছবি ব্যবহার করে একই কাজ করে। প্রতারক চক্র ০১৩২২৯৮৩৫৩২, ০১৩২২৯৮৩৫৩০, ০১৭৯২৫০৪৩৪৯, ০১৭২২৭৮৫৩৬৪, ০১৭২২৭৮৮৪৫২ এই নম্বর গুলো বান্দরবান জেলায় ব্যবহার করছে বলে জানা যায়। তারা সমাজসেবা অধিদফতর হতে বিভিন্ন হত দরিদ্র ব্যক্তিকে সহায়তা কার্ড প্রদান করা হবে মর্মে ফোন দিয়ে আওয়ামী লীগ এর বিভিন্ন নেতা কর্মী ও অংগ সংগঠনের নেতা কর্মীদের বিভ্রান্ত করছে ও পরবর্তীতে টাকা লেনদেন এর কথা বলছে। প্রকৃত পক্ষে সমাজসেবা অধিদফতর হতে এরকম কোন কার্যক্রম সরকার গ্রহণ করেননি বা বান্দরবান জেলায়ও উদ্যোগ গ্রহণ করা হয়নি। এবিষয়ে বান্দরবান থানায় বিগত ৩অক্টোবর ২০২৩খ্রি. তারিখ একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার ও কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার অনুরোধ করা হলো। যদি কেউ করে থাকে তবে তা নিজ দায়িত্বে করা হচ্ছে বলে ধরে নেয়া হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস